তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিখোঁজ হয় দুই ভারতীয়
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিখোঁজ হয় দুই ভারতীয়। তবে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা নিরাপদে আছেন।
তিনি বলেন, ‘ভূমিকম্পের পর আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি। তবে এখন আমরা যোগাযোগ স্থাপন করেছি এবং তারা নিরাপদে আছেন,” পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন।
৭ দশমিক ২ রিখটার স্কেল-এর ভূমিকম্পটি বুধবার সকালের ব্যস্ত সময়ে পার্বত্য হুয়ালিয়েন কাউন্টিতে বিপুল পরিমানে আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা এইটিও একটি বড় ভূমিকম্প ।
এতে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিখোঁজ এক ডজনেরও বেশি মানুষের সন্ধানে তল্লাশি চলছে। অনলাইনে ছড়িয়ে পড়া নাটকীয় ফুটেজে দেখা গেছে, ভবনগুলো কেঁপে উঠছে, সেতুগুলো দুলছে এবং লোকজনকে আশ্রয় দেওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা গেছে।
হুয়ালিয়েনে কিছু ভবনের নিচতলা চূর্ণবিচূর্ণ হয়ে মারাত্মক কোণে হেলে পড়েছে। ভূমিকম্পের কারণে জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।