বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যে অন্যান্য দেশের সাথে বেশি করে বাণিজ্যিক চুক্তি করতে চাইছে ভারত। এই প্রসঙ্গে, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করেন যে বিভিন্ন দেশ এখন পুরনো রাজনৈতিক এবং আদর্শগত সম্পর্ক ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তির দিকে ঝুঁকছে। যুক্তরাজ্যে (United Kingdom) আলোচনা শুরুর আগে তিনি এই মন্তব্য করেন।
সীতারামন আরও জানান, ভারত অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং ওমানের সাথে চুক্তি করেছে এবং তারা যুক্তরাজ্য (UK) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথেও আলোচনা চালাচ্ছে। তিনি বলেন, “আমি মনে করি বিশ্ব এখন এই পথেই এগোচ্ছে।”
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে কি ভারত-যুক্তরাজ্যের (UK-India) আলোচনায় কোনো পরিবর্তন এসেছে, এই প্রশ্নের উত্তরে সীতারামন জানান, আলোচনা অনেক দিন ধরেই চলছে এবং আমেরিকার (US) কারণে তারা কোনো তাড়াহুড়ো করছেন না।
ঐতিহ্যগতভাবে, ভারত নিজেদেরকে রক্ষা করতে চেয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিজেদের অর্থনীতিকে সেভাবে খোলেনি।
আলোচনায় বিনিয়োগ চুক্তি, পেশাদার যোগ্যতার স্বীকৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। যুক্তরাজ্য চাইছে ভারতীয় বাজারে তাদের গাড়ি, হুইস্কি, আইনজীবী এবং আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য আরও বেশি সুযোগ তৈরি হোক। অন্যদিকে, ভারত চাইছে তাদের কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হোক।
India trade deals, Nirmala Sitharaman, UK-India trade talks, Trump tariffs, India protectionist.
Comments are closed.