পানীয় জলের অভাবে হাহাকার ত্রিপুরাবাসী

0 96

জলই জীবন অর্থাৎ ভু-খণ্ডের সবকিছুই নির্ভরশীল জলের উপর। কিন্তু দেখা যাচ্ছে পানীয় জলের অভাবে বছরের পর বছর ভুগছেন ত্রিপুরার পেঁচারথল ব্লকের মধ্যকরইছড়া গ্রামের বাসিন্দারা। প্রতিদিন তাঁদের ভুগতে হয় পানীয় জলের জন্য। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের জলের নিত্য প্রয়জন। তবে সেই প্রয়জন থেকে বঞ্চিত ত্রিপুরার পেঁচারথল ব্লকের মধ্যকরইছড়া গ্রামের বাসিন্দারা।

স্বাধীনতার এত বছর পার করার পরও পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ত্রিপুরার পেঁচারথল ব্লকের মধ্যকরইছড়া গ্রামের বাসিন্দারা। ওই গ্রামে প্রায় দুই শতাধিক মানুষের বসবাস। যুগ যুগ ধরে পানীয় জলের গুরুতর সমস্যায় ভুগছেন তাঁরা। সরকারি ব্যবস্থায় একদিন জলের যোগান দিলে ফের অনেক দিনের অপেক্ষায় কাটাতে হয় তাঁদের।

২০১৮ সালে ত্রিপুরায় পালাবদল হয় ক্ষমতার। বিজেপি জোট সরকার ক্ষমতায় এসেই ঘোষণা করেন জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো প্রতিশ্রুতিই রয়ে গেল। চরম সঙ্কটে বাসিন্দাদের প্রায়ই জল কিনতে হয়। এবং যাদের জল কেনার সামর্থ্য নেই তাদের ভোগ করতে হয় এই দুরাবস্থা। বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাঁদের কঠিন অসুখের সাথে ভুগতে হয়।

ত্রিপুরায় ঘটা করে সরকারি অর্থে জল জীবন মিশন প্রকল্পের প্রচার করা হয়। শাসক নেতা মন্ত্রীরা ভোটের আগে প্রতিশ্রুতিও দিয়ে যান বছরের পর বছর। প্রচার শেষ, ভোট শেষ সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও। জল জীবন প্রকল্পের সুবিধা কতোটুকু জনগণ পেয়েছেন তা গ্রাম,পাহাড়গুলি এলাকার ছবি প্রমাণ দিয়ে দিচ্ছে। তৃতীয়বার শাসকের পরিবর্তন হলেও আজও অপরিবর্তিত রয়ে গেলো সেইসব বঞ্চিত মানুষের ভাগ্য। আদৌ ফিরবেকি তাদের ভাগ্য? উত্তরটা সময়ই বলবে।

Leave A Reply

Your email address will not be published.