ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজির অভিযোগ। ভরতপুর-২ ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে বোমাবাদির অভিযোগ বর্তমান ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। বোমাবাজির ঘটনায় শুরু হয়েছে তরজা।
পড়ে রয়েছে বোমার অংশ। অ্যাজবেস্টসের চালার একাংশ ভেঙে গেছে। লোকসভা নির্বাচন পেরোতেই ফের উত্তপ্ত হ’ল মুর্শিদাবাদ। ভরত-২ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বনাম বর্তমান তৃণমূল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বে চরমে উত্তেজনা। শনিবার সকালে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজাহারউদ্দিনের বাড়িতে বোমাবাজির অভিযোগ বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
সালার থানার অন্তর্গত এলাকায় বোমাবাজির ঘটনায় সালার থানার ওসির দিকে অঙুল তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বোমাবাজির খবপর পেয়েই ঘটনাস্থলে যায় সালার থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
মালদার কালিয়াচকের মডেল এলাকায় শুক্রবার রাতে পায়খানার পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৯টি বল বোমা। শনিবার সকালে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি।