মেঘে আচ্ছন্ন দার্জিলিঙ,মিলবে কি রোদের দেখা!

0 88

প্রচন্ড গরম। তাই গরম থেকে বাঁচতে ভিড় দার্জিলিঙে। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকরা ছুইছেন শৈলশহর। তবে দর্জিলিঙের আকাশ মেঘে ঢাকা। এদিকে আকাশের মুখ ভার আর অন্যদিকে আবহাওয়া খারাপ থাকায় মুখ ভার পর্যটকদের, হোটেলে বসেই দিন কাটাতে হচ্ছিল তাদের।

মঙ্গলবার সকাল হতেই দেখা দিলেন সূর্য্যিমামা। সাথে রাণির মত সেজে উঠল কাঞ্চনজঙ্ঘাও। তাই আর একটুও দেরি না করে বেড়িয়ে পরলেন পর্যটকরাও। উপভোগ করতে থাকলেন দার্জিলিঙকে।

আবহাওয়া খারাপ হওয়ায় ব্যাবসায়িরা রীতিমত সমস্যায় পরে গিয়েছিলেন।এদিকে ভোটের মরসুম তো অন্যদিকে খারাপ আবহাওয়া। তবে ভগবান তাদের দিকেও মুখ ফিরিয়ে তাকালেন। পর্যটকদের সঙ্গে সঙ্গে হাসি ফিরল ব্যাবসায়ীদের মুখেও। তবে তাদের মতে, গত বছরের তুলনায় এবার পর্যটকদের সংখ্যা খুবই কম।

দার্জিলিং মানেই মন শান্ত করার মরসুম। দার্জিলিং মানেই স্লিপিং বুদ্ধার মনকাড়া ছবি। তুষারের শুভ্র চাদরে ঢাকা k2 যেন ভুলিয়ে দেয় সব জটিলতা। তবে এখন মন্দ-ভালোয় দিন কাটছে দ্য কুইন অফ হিলসের।

Leave A Reply

Your email address will not be published.