বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ । বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্টদের বিরুদ্ধে মারধরের অভিযোগ মৃতের পরিবারের। দোষীরা শাস্তি না পেলে থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি মৃতের মেয়ের। এদিকে দেবরাজ চক্রবর্তীর সাফাই পুলিশ তদন্ত করছে।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে বাগুইআটির অর্জুনপুরে ধুন্ধুমার। সঞ্জীব দাস ওরফে পটলাকে রাস্তায় ফেলে রড় দিয়ে মারধরের অভিযোগ। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
ঘটনার সূত্রপাত শনিবার । তৃণমূলের গোষ্ঠীকোন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর। পুলিশ গিয়ে একপ্রস্থ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সঞ্জীব দাসের আত্মীয়দের অভিযোগ পুলিশ ফিরে যেতেই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফের হামলা চালায় তৃণমূলের আরেক গোষ্ঠী।
অভিযোগ সরাসরি বিধান নগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মৃতের পরিবারের আরও অভিযোগ বারবার দেবরাজ চক্রবর্তীকে জানান হলেও তিনি কোনও সাহায্য করেননি। বিধান নগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর দাবি পুলিশ তদন্ত করছে , দোষীদের শাস্তির ব্যবস্থা হবে।
বাগুইআটি থানায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাযের করেছে মৃতের পরিবার। এদিকে খুনের সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি রাজনৈতিক নয় ব্যক্তিগত বিবাদের জেরেই সঞ্জীব দাসের ওপর হামলা হয়েছে।