ভাঙড়ে তৃণমূলের কার্যালয়ে আগুন, অভিযোগের তীর আইএসএফের দিকে

10

ডিজিটাল ডেস্ক, ১৯ এপ্রিল: ফের অশান্ত ভাঙড়। এবার ভাঙচুরের ঘটনা ঘটল চক মরিচা গ্রামে, যেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়। গোটা ঘটনায় অভিযোগের তির উঠেছে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত তৎপর হয় পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে গত সোমবার থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভাঙড়। সেই দিন প্রতিবাদের নামে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। ভাঙচুর, অগ্নিসংযোগ চলে এলাকা জুড়ে—জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও বাইক। বিক্ষোভকারীদের হামলায় আহত হন একাধিক পুলিশকর্মীও।

এই রণক্ষেত্রের আবহেই শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, যা নিয়ে নতুন করে চাপে প্রশাসন।

সূত্রের খবর, শুক্রবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক মরিচা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় কার্যালয়ের আসবাবপত্র, এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তাদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। তদন্তে নেমেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বলেও জানা গিয়েছে।

Comments are closed.