তৃণমূলের অপমানের প্রতিকার করবেন রাজ্যপাল! ২০২১ থেকেও খারাপ ফল হবে বিজেপির, দাবি অভিষেকের
দিল্লিতে তৃণমূলের হেনস্থার প্রতিকার করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সোমবার রাতে এমনটাই জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ২০২১ সালের থেকেও খারাপ ফল করবে বিজেপি বলে দাবিও করেন তিনি। আক্রমণ শানিয়েছেন কমিশনের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ এত দিন বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছিল, এ বার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে।
প্রসঙ্গত, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল। সেই দলে উপস্থিত ছিলেন দোলা সেন থেকে ডেরেক ও ব্রায়েনের মতো প্রথম সারির নেতারাও। কমিশনের দেখা করে নিজেদের অভিযোগ জানিয়ে বাইরে এসে ধর্নায় বসেন তাঁরা। কিন্তু সেই ধর্না তুলে দিয়ে তৃণমূল নেতাদের আটক করে পুলিশ। অভিযোগ তাঁদের হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেতাদের টেনেহিঁচড়ে পুলিশ বাসে তোলে বলে অভিযোগ। আটক করে দিল্লির মন্দির মার্গ থানার ভিতরে রাখা হয়।
এর পরেই বিষয়টি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। অভিষেক সহ ১১ জনের প্রতিনিধি দল রাজভবনে যান। প্রতিনিধি দলে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, মালা রায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এবং অসীম পাত্র। রাজভবন থেকে বেরিয়ে অভিষেক জানান, “রাজ্যপাল কথা দিয়েছেন তিনি কমিশনের সঙ্গে কথা বলবেন, মঙ্গলবার তিনি ইমেলে জানাবেন। চব্বিশ ঘণ্টার মধ্যে কাজ না হলে আমরা আবার এসে কথা বলব। না হলে পরবর্তী পদক্ষেপ করবো।“
এরপরেই তিনি আক্রমণ শানিয়েছেন কমিশনের বিরুদ্ধে। অভিষেক বলেন, “দিল্লিতে যা হয়েছে, নিন্দনীয়। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কমিশনের অঙ্গুলিহেলন ছাড়া হতে পারে না। দিল্লি পুলিশকে কাজে লাগিয়ে অসম্মান করা হয়েছে তৃণমূলের সদস্যদের।“
প্রসঙ্গত, ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ভূমিকা নিয়ে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা কর তৃণমূল। তিনি আরও বলেন কমিশনের মেরুদণ্ড বিকিয়ে গিয়েছে। তাঁর অভিযোগ ২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরামের সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতা জিতেন তিওয়ারির। ২৭ তারিখ নোটিস আসে গ্রেফতারি নিয়ে। তাঁর কথায়, ‘নোটিস কেন আগে এল না? কেন জিতেনের সঙ্গে বৈঠকের পর নোটিস এল।’
এর পরেই অভিষেক বলেন, ‘‘ভোর ৪টে গিয়ে দু’জনকে গ্রেফতার করে এনআইএ। স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় ৫টা ৪৫ মিনিটে। আর সংবাদমাধ্যমকে গ্রেফতারির কথা আগেভাগে জানিয়ে রেখেছে ভোর ৪টের সময়। সাধারণ মানুষকে বোকা ভাবছেন? ২০২১-এর থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির।’