আরজি কর আবহে ফের ইডি-সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই রেশন দুর্নীতির তদন্তে জামিন পেলেন ৩ অভিযুক্ত।
রেশন দুর্নীতির তদন্তে জামিন পেলেন অন্যতম ৩ অভিযুক্ত। ইডি’র মামলায় জামিন পেলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। ১ জনকে ৫০ লক্ষ ও ২ জনকে ২৫ হাজার টাকার বন্ডে জামিন ব্যাঙ্কশাল কোর্টের।
১৩ অক্টোবর দুর্গাপুজোর সময়ে প্রায় ৫০ ঘণ্টা অভিযানের পরে ইডির হাতে গ্রেফতার হয় ব্যবসায়ী বাকিবুর, এরপর একে একে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য।
প্রাক্তন খাদ্যমন্ত্রী বাদে প্রায় ১০ মাস পর জামিন পেলেন ৩ অভিযুক্ত। স্বাভাবিকভাবেই রেশন দুর্নীতির মামলার তদন্তে ইডি বেশ অস্বস্তিতে। অভিযুক্তদের পক্ষের আইনজীবীদের দাবি, ইডি তদন্তে দুর্নীতির কোনও জোরালো প্রমাণ দিতে পারেনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেশন দুর্নীতি মামলা। একে একে ছাড়া পাচ্ছেন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত অভিযুক্তরা। এনিয়ে এবার ED-CBI’কে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিকে, দিল্লির আবগারি দুর্নীতির তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল ইডি – সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পেয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা। দুই তদন্তকারী সংস্থার কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, তদন্তের স্বচ্ছতা বলতে কী ভাবছে তারা?