পৃথিবীর শেষ রাস্তা কোনটা?

0 76

পৃথিবীর শেষ রাস্তা কোনটা জানেন? নিশ্চয় মনে হতে পারে এই পৃথিবীর শেষ রাস্তা কী আছে কোথাও? সেই রাস্তা কি আকাশে গিয়ে মেশে? এমন অনেক প্রশ্ন আমাদের মনে আসে! তবে জানেন কী সত্যিই পৃথিবীর শেষ রাস্তা আছে!

আপনি বিশ্বের অনেক জায়গা পরিদর্শন করেছেন। কিন্তু আপনি হয়তো কখনও ভাবেননি যে পৃথিবীর শেষ কোনো রাস্তাও থাকতে পারে। পৃথিবীর শেষ কোথায়? আপনার মনে হয়তো এই প্রশ্নটি ছিল না, কিন্তু এমন একটি জায়গা রয়েছে যেখানে বিশ্বাস করা হয় যে পৃথিবী শেষ হয়ে যাবে। এই জায়গাটি এমন একটি রাস্তা যা বিশ্বের শেষ রাস্তা হিসাবে বিবেচিত হয়। ধারণা করা হয়, এই পথের পরেই দুনিয়ার অবসান ঘটে। ইউরোপ মহাদেশে সেরকম রাস্তাও রয়েছে বলে দাবি করা হয়।

যে রাস্তার কথা বলা হচ্ছে, সেটি রয়েছে নরওয়েতে৷ এই রাস্তাটির নাম ই- ৬৯ হাইওয়ে। উত্তর গোলার্ধের একেবারে শেষ প্রান্তে গিয়ে মিশেছে এই পথ। আসলে এই রাস্তাটি যেখানে শেষ হয়েছে, তার পরে শুধু বরফ আর সমুদ্র রয়েছে। ফলে এটিই উত্তর গোলার্ধের শেষ প্রান্তে যাওয়া পৃথিবীর একমাত্র রাস্তা বলে দাবি করা হয়৷

১৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি উত্তর গোলার্ধের শেষ প্রান্তের সঙ্গে নরওয়েকে যুক্ত করেছে। তবে এই রাস্তায় যে কেউ যেতে পারে না। এই রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক। বছরের অধিকাংশ সময়ই সেখানে বরফের পুরু আস্তরণ থাকে৷ একটি ছোট ভুলেও মানুষের মৃত্যু হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.