রাজনীতি নিয়ে তর্কাতর্কির জের। বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাটপাতিলা এলাকার ঘটনা। গুরুতর জখম বৃদ্ধ বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখম বৃদ্ধ বিজেপির কর্মী। অভিযুক্ত ছেলে তৃণমূলের সদস্য বলে এলাকায় পরিচিত।
উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাটপাতিলা এলাকার বাসিন্দা কালী সাঁতরা। প্রবীণ কালী এলাকায় বিজেপির কর্মী বলেই পরিচিত। তাঁর ছেলে মাধব তৃণমূলের সক্রিয় সদস্য। রাজনীতি নিয়ে হামেশাই বাবা ও ছেলের মধ্যে অশান্তি লেগে থাকে। বৃহস্পতিবার রাতে বাবা ছেলের মধ্যে রাজনীতি নিয়ে তর্কাতর্কি চরমে ওঠে। অভিযোগ সে সময় বাবাকে প্রথমে ইট দিয়ে আঘাত করে মাধব। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।
গুরুতর জখম কালীকে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ শাসক দল।
রাজনীতি নিয়ে বাবাকে ছেলের কোপানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাগদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
খবর সূত্রে জালা যায়, কালি বাবু তার স্ত্রী ছেলে মাধব তার স্ত্রী ও ছেলে মেয়ে কে নিয়ে একই বাড়িতে বসবাস করে। বাপ ছেলে এক জায়গায় হলেই এ নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকতো। বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। অভিযোগ তৃণমূল কর্মী ছেলে মাধব সাতরা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তার বাবা কালী সাতরা কে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।