Fire breaks out on Saudi Airlines plane: সৌদি এয়ারলাইন্সের বিমানে ভয়ানক আগুন লাগে ২৯৭ যাত্রী নিয়ে

0 553

সৌদি এয়ারলাইন্সের বিমান অবতরণের সময় আগুন লেগে যায়। যাত্রী নিয়ে অবতরণ করছিল বিমানটি তবে হঠাৎ ভয়ানক আগুন লেগে যায় বিমানটিতে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণেই আগুন ধরে যায় বিমানটিতে। পাকিস্তান অবজ়ার্ভার-এর প্রতিবেদন তাই বলছে। তবে সময় থাকতেই আগুন নিভিয়ে যাত্রীদের উদ্ধার করা হয় সেখান থেকে।

সূত্রে খবরের যানা যায়, সৌদি এয়ারলাইন্সের এসভি৭৯২ বিমানটি সৌদি আরবের রিয়াধ থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে পেশোয়ারে এসেছিল। তবে হঠাৎ করে পেশোয়ার বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার আগেই আগুন ধরে যায় বিমানটিতে। সেই আগুন খেয়াল করে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)। সঙ্গে সঙ্গে তারা পাইলটকে সতর্ক করে। খবর দেওয়া হয় দমকল এবং উদ্ধারকারী দলকেও। পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করানোর ফলে এক ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা। বিমানের আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে বিমানবন্দর সূত্রে খবর।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রীরা ভয় পায়। বিমান থেকে নামার জন্য তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। ঘটনার পর সৌদি এয়ারলাইন্সের তরফে জানানো হয়, অবতরণের সময় চাকাতে কোনও সমস্যা হয়েছিল। ফলে ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে ভগবানের কৃপায় বিমানটিতে থাকা সকল যাত্রীদেরই আপৎকালীন ভিত্তিতে নিরাপদে নামানো হয় ও বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়।

Leave A Reply

Your email address will not be published.