ফের উত্তপ্ত হয়ে উঠবে নাকি অসম?

0 45

নিউজ ডেস্ক, ২৭ নভেম্বর : ফের উত্তপ্ত হয়ে উঠবে নাকি অসম? নতুন বছরে দেশ জুড়ে বলবৎ হবার পথে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯। স্বরাষ্ট্র প্রতিমন্ত্ৰী অজয় মিশ্ৰের এক ঘোষণার পরেই রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ইতিমধ্যে সিএএ-এর চূড়ান্ত বিধি জারির জন্য প্ৰস্তুতি চালাচ্ছে কেন্দ্ৰ।

ফের চৰ্চায় উঠে এলো বিতৰ্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সংক্ষেপে সিএএ। এতদিন পর ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে সমগ্ৰ বিষয়টি। রবিবার পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকের প্ৰশ্নে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্ৰী অজয় মিশ্ৰ করলেন এক বড় ঘোষণা।

২০২৪-এর ৩০ মাৰ্চের মধ্যে সম্পূৰ্ণ হবে নাগরিকত্ব সংশোধনী আইনের চূড়ান্ত বিধি রচনার প্ৰস্তুতি। সেজন্য লোকসভা-রাজ্যসভার বিধান সমিতি ‘২৪-এর ৩০ মাৰ্চ অবধি সময় নিয়েছে। অৰ্থাৎ, ২০২৪-এর ৩১ মাৰ্চ থেকে দেশে বলবৎ হবার পথে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ !

কেন্দ্ৰীয় মন্ত্ৰীর এই ঘোষণার পরই রাজ্যের দল-সংগঠনগুলোর মধ্য সৃষ্টি হয়েছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। বিষয়টিতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ APCC সভাপতি ভূপেন বরা, সাংসদ আব্দুল খালেক, AJP সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের।

এক সময় অসমের জাতিধ্বংসী আইন বলে অভিহিত নাগরিকত্ব সংশোধনী আইন কেন্দ্ৰের ভাষ্য মতো যদি ৩১ মাৰ্চ থেকে বলবৎ হয় তাহলে ফের অসম উত্তপ্ত হয়ে উঠবে নাকি, সেটা আগামীতে দেখা যাবে।

Leave A Reply

Your email address will not be published.