চাতকের মতো তাকিয়ে কলকাতা সহ গোটা বঙ্গবাসী, বৃষ্টি হবে কবে?

0 46

তীর্ব দাবদাহে অস্থির কলকাতাবাসী , তবে এবার নিস্তার মিলবে। আবহাওয়া দফতরের মতে আর তাপমাত্রা বাড়বে না। মঙ্গলবারই কলকাতায় তাপমাত্রা গত সত্তর বছরের রেকর্ড ব্রেক করেছে। তাপমাত্রা পৌঁছে গেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, আর তাপমাত্রা বাড়বে না। বুধবার তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে। আবহাওয়াবিদ সুজীব জানিয়েছেন আগামী শনিবার থেকেই শহরে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে।

বুধবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রি তবে ৪ তারিখ পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। ৪ তারিখের পর বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প বঙ্গে প্রবেশ করবে এবং ৫ তারিখ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা ।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। তবে কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় তার দিন কয়েক পরে, ১৯ এপ্রিল থেকে। গত এক সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের তীব্রতা কমতে চলেছে। শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ হবে তাপপ্রবাহ।

রবিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত সেদিকেই চাতকের মতো তাকিয়ে কলকাতা সহ গোটা বঙ্গবাসী।

Leave A Reply

Your email address will not be published.