Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা, গুলিবিদ্ধ ৮, মৃতের সংখ্য়া বেড়ে ৫ হওয়ার আশঙ্কা

46

ডিজিটাল ডেস্ক, ২২ এপ্রিল: এ বার কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা। মঙ্গলবার কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরান এলাকায় এই ঘটনা ঘটে। অমরনাথ যাত্রা শুরুর আগে এই ঘটনা।

সন্দেহ করা হচ্ছে এই হামলার পেছনে জইশ-ই-মহম্মদ-এর হাত আছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

শোনা যাচ্ছে অন্ততনাগ জেলায় রিসর্টের ভেতর ঢুকে গুলি চালিয়েছে জঙ্গিরা। অন্তত ৮ জন পর্যটক আহত বলে জানা গিয়েছে। কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শোনা যাচ্ছে কাশ্মীর পুলিশের পিসিআর-এ একজন মহিলা পর্যটকের ফোন আসে, তিনি জানান জঙ্গিরা তার এবং তার স্বামীর ওপর গুলি চালায়, তার স্বামী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ঐ মহিলা পর্যটক। তার মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর দ্রুত এলাকা কর্ডন করেছে নিরাপত্তা বাহিনী।

আর এক সূত্র থেকে জানা যাচ্ছে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হওয়া একদল পর্যটকের উপর আচমকা হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের খবর, ভিড়ের মধ্যে জঙ্গিরা মিশে ছিল এবং সেখান থেকেই হামলা চালানো হয়। ঘটনার পর দ্রুত সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় আহত সকলেই রাজস্থানের বাসিন্দা।

Comments are closed.