চলছে প্রথম দফার লোকসভা ভোট। রাজ্যে সকাল ৯টা অবধি ভোটের হার প্রকাশ করেছে কমিশন। কোচবিহার ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট দিয়েছেন ১৫.৯১ শতাংশ। জলপাইগুড়িতে সকাল ৯টা অবধি ভোটের হার ১৪.১৩ শতাংশ।
সকাল ৯টার মধ্যে বিক্ষিপ্ত ভাবে নানা জায়গা থেকে অশান্তির খবর এসেছে। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। তিন কেন্দ্র মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মোট ৩৭টি অভিযোগ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।
প্রথম দফা ভোটের ‘এপিসেন্টার’ কোচবিহার। ভোটের আগে বার বার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার। সব থেকে বেশি প্রায় ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। তবু সকাল থেকেই দফায় দফায় উত্তেজিত কোচবিহার। কোথাও আক্রান্ত তৃণমূল তো কোথাও আবার বিজেপি। গড় হাজির কেন্দ্রীয় বাহিনী। কার্যত নজরবন্দি হয়ে রয়েছেন উদয়ন গুহ।
গত কাল রাত থেকেই রক্তে ভিজেছে এই কেন্দ্র। উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের শীতলখুচিতে। এর আগেও ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল এই কেন্দ্রে। যে মামলা আজও বিচারাধীন আদালতে। এ বার শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায় ২৮৬ নম্বর বুথে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। দু’পক্ষের বেশ কয়েক জন অল্পবিস্তর জখম হয়েছেন বলে খবর।
কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লক বি এর তৃণমূল সভাপতি অনন্ত বর্মন কে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
অভিযোগের তীর এসেছে বিজেপির দিকেও। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচনী দলীয় দফতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
কোচবিহার দক্ষিণে ফালিবাড়ি গ্রাম পঞ্চায়েতে ৪ নম্বর বুথে ভোটারদের শাসানোর অভিযোগ তৃণমূলের। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাহিনী দ্বারা ‘আক্রান্ত’ হন বিজেপি নেতা লব সরকার। দাবি বিজেপি শিবিরের। অভিযোগ, মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি ছিনতাই করে নেওয়া হয় তাঁর বাইক-সহ টাকাপয়সা। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দামারিতেই তৃণমূলের দাবি, শুক্রবার সকালের সংঘর্ষে এক কর্মী আহত হয়েছেন। সকাল থেকেই তাদের বুথ এজেন্টদের বসতে বাধা দেয় বিজেপি। বাধা দিতে গেলে নাকি মারধর করে বিজেপির গুন্ডারা।