১৫ তারিখ সিবিআইকে ডেপুটেশন চাকরিহারাদের

5

কলকাতা, ১২ এপ্রিল: SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক। অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে চলছে অনশন।

এদিন তাদের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টতই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি যারা যোগ্য রয়েছেন তাদের জন্য আগামী সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল হবে। রিভিউ পিটিশন এর মাধ্যমে OMR শিটের যে ফটোকপির কথা তারা বলেছিলেন সেই ফটোকপি চাওয়া হবে বলেই তাদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়।

পাশাপাশি তারা জানিয়েছেন আগামী ১৫ তারিখ নিজাম প্যালেসে গিয়ে তাদের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হবে সিবিআইকে। চাকরিহারাদের দাবি নকশাল পন্থী বাম সংগঠন তাদের এই যে আন্দোলন তা ভাঙ্গার চেষ্টা করছে। সেই কারণে তারা আহ্বান জানাচ্ছেন যারা যোগ্য মনে করছেন নিজেদের তারা আসুন এই আচার্য সদনের সামনে। পাশাপাশি চাকরিহারা শিক্ষকরা জানান রিভিউ পিটিশন আগামী সপ্তাহেই দাখিল করা হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্রের আকার নিয়েছিল কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ে চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেয়েছিলেন চাকরিহারারা। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার।

Comments are closed.