জলকষ্টে ভুগছে চা বাগান!

13

সুদীপ ব্যানার্জী-র কলমে

আলিপুরদুয়ার, ১১এপ্রিল: দীর্ঘদিন থেকে পানীয়জল কষ্টে ভুগছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চোয়াপাড়া চা বাগানের বাসিন্দা। চা বাগানের বাসিন্দাদের অভিযোগ সরকার জল জীবন প্রকল্প করলেও এই অঞ্চলে বাস্তবায়িত হয়নি। স্থানীয় পঞ্চায়েত, প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি।

জানা গেছে এই চা বাগানে ৩ হাজারের উপর স্থানীয় বাসিন্দা রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে বাগানের পাইপ লাইন বসানো হয়েছে সেই পাইপ লাইন দিয়ে জল আসে না। যার ফলে পানীয়জলের সংকট দেখা গিয়েছে।

পাশাপাশি জল না থাকার ফলে রান্না,স্নান কোনো কিছুই করা যাচ্ছে না। চা-বাগান থেকে একটি ট্যাংক থেকে যে জল দেওয়া হয় সেটাও নোংরা জল। এই নোংরা জলের ফলে চর্মরোগ, পেটের রোগ দেখা দিচ্ছে। এমনকি রেহাই পায়নি বাগানের শিশুরা।

শুক্রবার এরই প্রতিবাদে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় একত্রিত হয় চা-বাগানের বাসিন্দারা। এরপর জেলাশাসক আর.বিমলাকে স্মারকলিপী দেয় অল বেঙ্গল আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন। এখন দেখার এই চা বাগানে জল সংকট কত দিন পর মেটে।

Comments are closed.