Price Hike : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স। ১০ দিনের মধ্যে বাজারে শাক-সবজির দাম নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সাতদিন পার। দাম কোথায় কতটা নিয়ন্ত্রণে? টাস্ক ফোর্সের দাবি দাম নিয়ন্ত্রিত। তবে, ক্রেতাদের অভিযোগ, টাস্ক ফোর্সের টহলদারি হয়ে যেতেই দাম যেই কার সেই! বাজারের হালহকিকত খতিয়ে দেখল এনকেটিভি বাংলা।
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দশদিনের মধ্যে বাজারের দাম কমাতে হবে। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে কি? যদুবাবুর বাজার ক্রেতারা বলছেন গত সাতদিনে দাম সামান্য কমেছে। কিন্তু সেই ফারাকটা ধরা, না ধরারই সামিল।
নিউমার্কেট বাজারে অবশ্য দাম অনেকটাই নিয়ন্ত্রিত। বলছেন ক্রেতা-বিক্রেতা দুই তরফেই।
৭ দিন পর কোথায় দাঁড়িয়ে বাজারমূল্য
৭ দিন আগে বর্তমান
আলু (চন্দ্রমুখী) ৪৫-৫০ ৪০
আলু (জ্যোতি) ৪০-৪২ ৩৫
টমেটো ১২০ -৬০
ঢেঁড়স ১১০- ৮০
পটল ৭৫ -৩৫
ঝিঙা ৮০ ৬৫
ক্যাপসিকাম ১৫০ -১০০
বিট, গাজর ৮০- ৬০
বেগুন ১৫০-২০০ ৮০-১০০
উচ্ছে ১০০- ৮০
বিন্স ১২৫ -৯০
আদা, ১৫০- ১৩০
রসুন ১৬০ -১৬০
শসা ১০০ – ৫০
কাঁচালঙ্কা ১২৫ -৮০
* সমস্ত হিসেব কেজি/টাকা
টাস্ক ফোর্সের সদস্যদের দাবি, দাম আগের থেকে কমেছে। কিন্তু ক্রেতাদের দাবি, কাঁচা আনাজের দামে হেরফের হচ্ছে না। অভিযানের সময় কোথাও দাম একটু কমলেও পরে আবার বৃদ্ধি পাচ্ছে। যখন যে বাজারে অভিযান চলছে, সে বাজারের আনাজের দাম পাঁচ থেকে ১০ টাকা তখন কমিয়ে দিচ্ছেন খুচরো বিক্রেতারা। পরের দিন আবার বাজার অগ্নিমূল্য। কোথাও আবার প্রশাসনের নজরদারি চোখে পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের।
এরইমধ্যে, বাজারে বাজারে অভিযান টাস্ক ফোর্সের। বিক্রেতাদের লিস্ট বানানোর নির্দেশ। তালিকা ছাড়া দাম নিলে প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি। প্রায় ২৫ শতাংশ দাম কমেছে বলে দাবি টাস্ক ফোর্সের।
মুখ্যমন্ত্রী বলেছিলেন দাম কমাতে হবে। তিনমাসের ভোটে যে যত পেরেছে কামিয়েছে। খোদ সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, সেই নির্দেশের পরেও আদৌ কতটা সুরাহা হল আমজনতার? সাধারণ আলু পেঁয়াজ, লঙ্কার মতো রোজকার জিনিসের দাম কেজি প্রতি কোথায় পাঁচ কোথাও বা দশটাকা কমেছে। কিন্তু এটাই কি যথেষ্ট?