চাপ বাড়াতে সোমবার SSC ভবন অভিযানে চাকরিহারারা

11

ডিজিটাল ডেস্ক, ২০এপ্রিল: সোমবার যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তার আগেই কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযান ডেকেছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। তাঁদের দাবি, যতক্ষণ না তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা এসএসসি ভবনের সামনেই অবস্থান চালিয়ে যাবেন।

আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল রবিবার জানান, সোমবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর ১২টায় করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত করে সেখান থেকেই মিছিল শুরু হবে, যার গন্তব্য বিকাশ ভবন। মেহবুব জানান, যতক্ষণ না কমিশন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করছে, ততক্ষণ তাঁরা সেখানেই থাকবেন। এমনকি তালিকা প্রকাশ না হলে সেখানেই অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Comments are closed.