Thakur Thakbe Kotokkhon : পুজো শেষ না হতেই, বাঙালির অপেক্ষা শুরু! সেই spirit-এরই celebration এই গান! আবারও পুজো মুডে নিয়ে যাবে এই গানটি। প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত SVF এবং রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’-এর প্রথম গান ‘ঠাকুর থাকবে কতক্ষণ’। আজ সেটা মুক্তি পায় @SVFsocial-এ। গানটি লিখেছেন প্রিয় চট্টপাধ্যায়ের এবং জিৎ গাঙ্গুলীর ও অমিত কুমার গানটি গেয়েছেন।
‘আসছে পুজো, আসছে পুজো সেই তো ছিল ভালো’, এই গানটিতে রয়েছে দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ, আনন্দ, একতা এবং উৎসবের মেজাজ। বছর জোড়া অপেক্ষা। উৎসবে মেতে উঠা বাঙালির প্রতিচ্ছবি।
মিউজিক ভিডিওটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে সম্প্রীতি এবং ভক্তির মুহূর্তগুলি, যা ফিল্মটির প্রাণবন্ত এবং আবেগময় কেন্দ্রের একটি আভাস দেয়। এর হৃদয়গ্রাহী রচনা এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল সহ, গানটি এই ডিসেম্বরে দর্শকদের জন্য অপেক্ষাকৃত সিনেমাটিক অভিজ্ঞতার জন্য নিখুঁত সুর সেট করে।
বছরশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অনাশুয়া মজুমদার, খরাজ মুখার্জি, সোহিনী সেনগুপ্ত এবং অহনা দত্তের প্রতিভা। ছবিটির প্রথম গান ‘ঠাকুর থাকবে কতক্ষণ’ গানটিতে দুর্গাপুজোকে ঘিরে বাঙালির বছর জোড়া অপেক্ষার যে আবেগ সেটারই আভাস পাওয়া যাচ্ছে।
এই ছবির অন্যতম আকর্ষণ বাবা-ছেলের সম্পর্কের টানাপড়োন। ছবিতে বাবার চরিত্রে রয়েছেন মিঠুন এবং ছেলে ঋত্বিক। ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, আইনি লড়াই ছবির অন্যতম আকর্ষণ। যদিও নির্মাতারা এই প্রসঙ্গে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে নারাজ। এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্ত প্রমুখ।
৩১ অক্টোবর, অর্থাৎ কালীপুজোর দিনই নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছিলেন। আজ ছবির প্রথম গান ‘ঠাকুর থাকবে কতক্ষণ’ গানটি প্রকাশ্যে এল।