সন্দেশখালির ভিডিয়ো ‘বিকৃত’ সাংবাদিক বৈঠকে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির। তিনি বলেন এই ভিডিয়োয় যে কথা বা কন্ঠ স্বর শোনা গিয়েছে তা ‘বিকৃত’। এই বিষয়ে ই-মেলে সিবিআই ডিরেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছেন গঙ্গাধর কয়াল বলেও জানান শুভেন্দু।
শনিবার বিকেলে একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই সন্দেশখালি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন গঙ্গাধর। ভিডিয়োতে বিজেপি নেতার মুখে বার বার শোনা গিয়েছে শুভেন্দুর নাম। শুভেন্দুর দাবি, ‘এক্স হ্যান্ডলেও গঙ্গাধরকে নিয়ে পোস্ট দিয়েছি। এটা কয়লা ভাইপোর তৈরি’। ভোটে হারবেন বুঝেই এই সব করছে তৃণমূল বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘ ভোটে হারবেন বুঝেই এ সব করিয়েছেন।’
শুভেন্দুর দাবি এই ঘটনায় জড়িত রয়েছে আইপ্যাক। তিনি বলেন, ‘তমাল বলে এক জন আইপ্যাকে রয়েছেন। তিনি আগে পোর্টালে ছিলেন। তমালই রয়েছেন এ সবের নেপথ্যে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য গঙ্গাধর সিবিআইয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, গঙ্গাধরের মুখে বার বার শুভেন্দুর নাম শোনা গিয়েছে। ভিডিয়োতে তিনি বলেন, ‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’
শুভেন্দুর সাফাই, ‘অসাধু উদ্দেশ্যে’ই এ সব করা হয়েছে। সন্দেশখালির মুখ পীড়িত মহিলারা। ৩৮৯টি অভিযোগ হয়েছে। কিছু পুলিশের কাছে জমা পড়েছে। পরে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বেও অভিযোগ জমা পড়েছে। তৃণমূল দাবি করেছে, ২৩৯টি জমি ফেরত দিয়েছে। পুলিশ নিজে তিনটি ধর্ষণ, হেনস্থার এফআইআর ট্রিট করেছে। সব কি মিথ্যা?’
এই বিষয়ে নিজের সমাজমাধ্যমে গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো দিয়ে শুভেন্দু লিখেছেন, ‘সত্যকে ভুল ভাবে প্রকাশ করা হতে পারে। কিন্তু তার আয়ু খুব কম। শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। এটা মনে রাখবেন কয়লা ভাইপো।’