হাইকোর্টের শর্ত মেনেই মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, আক্রান্তদের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন?

17

মালদা, ১১ এপ্রিল: হাইকোর্টের অনুমোদন পেয়ে মালদার মোথাবাড়িতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি মোথাবাড়ির চারটি জায়গায় গেছিলেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা বললেন। শুভেন্দুকে দেখে কেউ কেউ কেঁদে ফেলেন। তাঁদের আশ্বস্ত করেন বিধানসভার বিরোধী দলনেতা।

কয়েকদিন আগে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। দোকান ভাঙচুর করা হয়। মোথাবাড়ি পরিদর্শনে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শর্তসাপেক্ষে তাঁকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

শুভেন্দু বলেন, “এখানে সরকার মানুষকে প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। যে ২৪ জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয়। সিসিটিভি ফুটেজ দেখে আসলদের ধরতে হবে। আমরা এনআইএ, সিবিআই দাবি করছি।” এদিন মালদার ইংরেজবাজারের বাধাপুকুর মোড়ে স্থানীয় বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান।

প্রসঙ্গত, সপ্তাহ আগে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। দুই গোষ্ঠীর সংঘর্ষে দোকান ও গাড়িতে ভাঙচুর করা হয়। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সারি সারি বাইক, গাড়ি। রাস্তাতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। হিন্দুদের উপর ব্যাপক হামলা চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। ৬টি মামলা রুজু করে পুলিশ। জল গড়ায় হাইকোর্টে।

Comments are closed.