রাজ্যে সেঞ্চুরি পার রয়্যাল বেঙ্গল টাইগারের। বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে জানালেন বনমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও জানান বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য। এদিকে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বৃদ্ধির খবরে খুশির হাওয়া পর্যটকমহলে।
সুন্দরবনে ৭৪ থেকে বেড়ে সুন্দরবনে (Sunderban) এখন ১০১টি রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বক্সা তে রয়েছে ১টি। রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ১০২। দীর্ঘদিন ধরেই বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিল সরকার। তা যে ফলপ্রসূ হয়েছে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন বনপ্রতিমন্ত্রী।
শুধু রাজ্যেই নয় গোটা দেশেই পরিবার বড় হয়েছে দক্ষিণরায়ের।
কোথায় কত রয়্যাল বেঙ্গল ?
জিম করবেট টাইগার রিজার্ভ – ২৬০টি
বন্দিপুর টাইগার রিজার্ভ – ১৫০ টি
নাগারহোল টাইগার রিজার্ভ – ১৪১ টি
বান্ধবগড় টাইগার রিজার্ভ – ১৩৫টি
দুধওয়া টাইগার রিজার্ভ – ১৩৫টি
মধুমালাই টাইগার রিজার্ভ – ১১৪ টি
কানহা টাইগার রিজার্ভ – ১০৫ টি
কাজিরঙা জাতীয় উদ্যান – ১০৪ টি
সুন্দরবন – ১০১
রয়্যাল বেঙ্গলের বৃদ্ধির খবরে খুশির হাওয়া পশুপ্রেমী মহলে। সুন্দরবনের আকর্ষণ যে আরও বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।