কলকাতা ১৩ এপ্রিল: ৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার শিক্ষকদের। ডাবের জল খেয়ে অনশন ভাঙলেন চাকরিহারা শিক্ষকরা।
শিক্ষকরা জানিয়েছেন সিবিআই তাদের যোগ্য তালিকা দেবে বলে জানিয়েছে। তারা যোগ্যদের কাছে বলতে চান রাজ্য সরকারের বিভাজনের খেলায় মত্ত হবেন না। এই যোগ্যদের আন্দোলনকে আরজি করের আন্দোলনে পরিণত হতে না দেওয়ার আবেদন করেছেন তারা। সুপ্রিম কোর্টের অর্ডার মানতে প্রস্তুত তারা।
তারা আরও বলেছেন যে তারা শুনেছেন মুখ্যমন্ত্রীও না কি একসময় অনশন করেছেন ক্যাডবেরি-স্যান্ডউইচকে খেয়ে। তারা বলেন মুখ্যমন্ত্রী কী ভাবছেন তারাও ক্যাডবেরি-স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন?
শিক্ষকরা আরও জানিয়েছেন যে তারা ফের অনশনের পথে যেতে পারেন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনড় তারা, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার এসএসসি শিক্ষক-অশিক্ষক কর্মী। তারপর থেকেই এসএসসি ভবনের পাশে অনশন চালাচ্ছিলেন তারা।
Comments are closed.