সুবিচার চেয়ে দিল্লির পথে ৬০ চাকরিহারা

11

কলকাতা, ১৪ এপ্রিল: এবার দিল্লি যাচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে করে দিল্লি রওনা হলেন তাঁরা।

এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এরফলে একসাথে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্থ করেন, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না।

রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে আগামী ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। আজ, আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে চলছে ধরনা। সেই ধরনা মঞ্চ থেকেই বাসে দিল্লির উদ্দেশে রওনা হলেন ৬০ ‘যোগ্য’ চাকরিহারা।

Comments are closed.