শর্তসাপেক্ষে ঘেরাওমুক্ত SSC চেয়ারম্য়ান, চলবে ধরনা, জানালেন আন্দোলনকারীরা

14

ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: দুই দিন ধরে চলা বিক্ষোভের পর শর্তসাপেক্ষে ঘেরাওমুক্ত করা হল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। তবে আন্দোলন থেকে সরে আসছেন না চাকরিহারারা। তাঁদের সাফ কথা, ধরনা এখনও চলবে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, “লিস্ট সংক্রান্ত বিষয়টি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব। তবে আজ আমাদের হাই কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে, যেখানে চেয়ারম্যানের ব্যক্তিগত উপস্থিতি প্রয়োজন। সেই কারণেই আপাতত তাঁকে ঘেরাওমুক্ত করা হয়েছে।”

যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসি ভবনের সামনে লাগাতার ধরনায় বসেছেন চাকরিহারারা। ওই সময় ভবনের ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ আরও ১৬ জন কর্মকর্তা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল—তালিকা প্রকাশ করতেই হবে, নইলে ধরনা চলবে।

মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। তবে সেখান থেকেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। সেই রাতেও রাস্তাতেই অবস্থান করেন ‘যোগ্য’ প্রার্থীরা এবং একাধিক দফায় বৈঠক করেন।

শেষমেশ বুধবার সকালে আন্দোলনকারীরা ঘোষণা করেন, শর্তসাপেক্ষে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওমুক্ত করা হচ্ছে। তবে তাঁদের আন্দোলন জারি থাকবে।

বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষকরা জানান, “আমাদের প্রধান দাবি ছিল যোগ্য ও অযোগ্য প্রার্থীদের লিস্ট প্রকাশ। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনই তা সম্ভব নয়। তাই এই বিষয়টি নিয়ে তাঁর সঙ্গেই আলোচনা করব।”

চাকরিহারারা আরও জানান, এদিনই এসএসসির একটি মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে, যেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সশরীরে হাজিরা দেওয়ার কথা। সেই প্রয়োজনেই তাঁকে ঘেরাওমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন ও ধরনা চালু থাকবে। তাঁদের কথায়, “২২ লক্ষ ওএআর শিট প্রকাশ করতেই হবে—এই দাবিতে আমরা অনড়।”

Comments are closed.