পৃথা দাশগুপ্তের কলমে
কলকাতা, ১৯ এপ্রিল: হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। পরিচালকের মাথা ঘোরানো এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর আপাতত স্থিতিশীল রয়েছেন। আজ সকাল থেকে হয়েছে বিভিন্ন পরীক্ষা। পুরনো কোন সমস্যা রয়েছে কিনা দেখছেন চিকিৎসকরা । তাকে হাসপাতালে কিছুদিন থাকতে হতে পারে বলে সূত্রের খবর।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে আপাতত রমরমিয়ে চলছে নতুন ছবি। এদিকে, আবার জুন মাস থেকে তার ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু হতে চলেছে। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে।
পরিচালকের আচমকা অসুস্থতার খবরে স্বচাবতই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।
Comments are closed.