নিউজ ডেস্ক, ১৮ নভেম্বর : আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মহারণের আগে হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। ১৯ নভেম্বর ভারতের মাটিতেই ভারতকে চ্যালেঞ্জ দিতে তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে ভারতকে হারানো নাকি বেজায় বিপত্তির, এমন একটা ধারণা বহু বছর ধরেই প্রচলিত।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল উপলক্ষে সেজে উঠেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতীয় বায়ু সেনার বিশেষ প্রদর্শনের পাশাপাশি খেলার পর ১২০০ ড্রোন দেখাবে আলোর খেলা। এ ছাড়া বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সংগীতকার প্রীতম, গায়িকা যোনিতা গান্ধী ও গুজরাটের জনপ্রিয় গায়ক আদিত্য গাডাভি। দুই ইনিংসের মাঝে নৃত্য প্রদর্শন করবেন মুম্বাইয়ের ৫০০ শিল্পী।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে কাঁপছে গোটা দেশ। রাত পেরোলেই আমেদাবাদে মহারণ। আট থেকে আশি সকলেই বিশ্বকাপ জ্বরে আচ্ছন্ন। খেলা দেখেন না এমন মানুষও উত্তেজনায় চনমন করছেন। খেলার দোকানগুলিতে ভিড় বেড়েছে স্কুল-কলেজ পড়ুয়া থেকে অফিসকর্মীদের। সবাই চান ভারতের নীল জার্সি কিনতে।
স্বাভাবিক ভাবেই ফাইনাল নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই ভারত বিশ্বকাপের সব ক’টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। ফাইনাল নিয়ে সারা দেশে উত্তেজনার পারদ চরমে। অনেকেই ভারতের জয় নিয়ে আশাবাদী। আবার অনেকে নিজের নিজের মতো করে প্রার্থনা করছেন জয়ের জন্য।
উল্লেখ্য, এদিন বিশ্বকাপের ফাইনালের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো উপস্থিত থাকবেনই। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস। এবং বিশ্বকাপ ফাইনাল দেখতে আসছেন দেশ-বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্বও। আমেদাবাদে নামবে একশোর বেশি চার্টার্ড ফ্লাইট। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে একদিনে ৩৫ থেকে ৪০টা চার্টার্ড ফ্লাইট নামার ব্যবস্থা আছে। অন্যান্য ফ্লাইট নামে পার্শ্ববর্তী বরোদা ও সুরাটে।