প্যারিস অলিম্পিক নিয়ে উৎফুল্লিত অসমের ক্রীড়াপ্রেমীরা। প্যারিস অলিম্পিকে বক্সিং রিঙে দেখা যাবে অসম কন্যা লাভলিনা বরগোঁহাইকে। তাই বৃহস্পতিবার অসম সরকারের পক্ষ থেকে শুভকামনা জানানো হল লাভলিনা সহ ভারতীয় দলকে।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়। অসমের প্রথম অলিম্পিক পদক জয়ী হিসাবে ইতিহাস গড়েছিলেন লাভলিনা বরগোঁহাই। এরপর একের পর এক নজির গড়েন তিনি। ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা জয়,২০২৩ সালে এশিয়ান গেমসে রূপা জয় লাভলিনার।
এবার লক্ষ্য অলিম্পিকে দ্বিতীয় পদক জয়ের। তাই লাভলিনাকে নিয়ে স্বপ্ন দেখছেন অসমবাসী। বৃহস্পতিবার গুয়াহাটিতে অসম অলিম্পিক সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, অসমের গর্ব লাভলিনার প্রতি রইল আমাদের শুভেচ্ছা। এদিকে, অসম অলিম্পিক সংস্থার সাধারণ সম্পাদক লক্ষ্য কোঁয়র বলেন, প্যারিস অলিম্পিকে লাভলিনা বরগোহাইর পদক জয় নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী।
এবার মেয়েদের ৭৫ কেজি বিভাগে লড়বেন লাভলিনা। তাই এবার পদক জয়ের পথটা কিছুটা কঠিন হবে। অবশ্য টোকিও অলিম্পিকের পর অব্যাহত রয়েছে তাঁর জয়ের ধারাবাহিকতা। এই মুহূর্তেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছেন অসমবাসী। এনকেটিভি বাংলা পরিবারের পক্ষ থেকে লাভলিনার প্রতি রইল এক আকাশ শুভেচ্ছা।
Next Post