জানুয়ারির শেষে শীতের জোরদার ইনিংস চলছে কলকাতা-সহ রাজ্যে। কনকনে ঠান্ডার আমেজ বহাল রয়েছে জেলাতেও। কলকাতায় আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে রয়েছে। যার জেরে জাঁকিয়ে শীতে কাবু শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অন্য দিকে, দার্জিলিঙে ফের বৃষ্টি হতে পারে। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চলছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমেছে। একই রকম আবহাওয়া থাকবে আগামী চার-পাঁচ দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জেলা। বেলা যতো বাড়ছে কুয়াশার দাপট তত বাড়ছে। হারকাপানো কনকনে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী।
গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কয়েকদিন থেকেই সন্ধার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পরে। রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে।