ওভারটেক করতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে

0 16

নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর : ওভারটেক করতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে। দুই বাসের রেষারেষির জেরে ৬ জন পথচারীকে ধাক্কা মেরে নয়নজলীতে যাত্রী বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। আহত হয় প্রায় ১৫ জন। মঙ্গলবার সকালে আরামবাগের চার মাইল এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতদের আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম সালমান সেখ, বাড়ি মুর্শিদাবাদের নতুন গ্রামে।

জানা গেছে, আরামবাগে পাইপ লাইনের কাজে এসেছিল ৬ জন পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকালে খানাকুলের বন্দর থেকে আরামবাগের দিকে যাওয়ার সময় দুটি বাসের রেষারেষির জেরে এই দূর্ঘটনা ঘটে। চারমাইল এলাকায় ওই ৬ জন শ্রমিক হেঁটে যাচ্ছিল, সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস তাদের ধাক্কা মেরে নয়নজলীতে নেমে যায়। ঘটনাস্থলেই ওই ৬ শ্রমিক সহ প্রায় ১৫জন বাস যাত্রী আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সালমান সেখ কে মৃত বলে ঘোষণা করে।
যদিও বাকি আহতদের মধ্যে বেশ কয়েকজন কে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রীতিমতো এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় আরামবাগ থানার পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.