১ কিলো ২ কিলো নয়, এক্কেবারে ৭৫ কিলো। বলতে গেলে যেন দৈত্য। আর এমন দৈত্যাকৃতির শঙ্কর মাছ ধরা পড়া নিয়ে এখন শিরোনামে কাকদ্বীপের মুড়িগঙ্গা। মৎস্যজীবীর জালে বিশালাকৃতির এই মাছ উঠতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।
সকালে ছোট ডিঙিতে চেপে মুড়িগঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন সুধাংশু পুরকায়েত। মুড়িগঙ্গা নদীতে প্রতিদিনই মাছ ধরতে যান সুধাংশু। সব দিন যে জালে মাছ ওঠে তা নয়। কিন্তু গত তিন দিন ভাগ্য কিছুটা সুপ্রসন্ন বললেই চলে এই মৎস্যজীবীর। বৃহস্পতিবার রাতে সুধাংশুর জালে উঠেছিল প্রায় ২২ কেজির একটা শঙ্কর মাছ। শুক্রবার রাতেও ধরা পড়ে ৩১ কেজি ওজনের মাছ। কিন্তু শনিবার রাতে সুধাংশুর জালে ধরা পড়ে ৭৫ কেজির বেশি ওজনের একটা শঙ্কর মাছ। দু’তিনজন মিলে মাছটিকে কোনওমতে জাল টেনে ডিঙি নৌকায় তোলেন মৎস্যজীবীরা। পরে ডাঙায় তোলা হয় সেই প্রকাণ্ড মাছ।
কোনও রকমে জাল থেকে মাছটিকে আলাদা করেন পুরকাইত পরিবারের সদস্যরা। এর পর উপকূলে ফিরে আসেন তাঁরা। ওই বিরাট আকারের শঙ্কর মাছ নিয়ে পাড়ে পৌঁছলে, সেখানেও হইচই পড়ে যায়। এত বড় মাছ দেখতে ভিড় জমান সকলে। দাসপাড়া এলাকার মৎস্যজীবী সুধাংশুর বাড়ির উঠানে রবিবার সকাল থেকেই ভিড় লেগেছিল। দৈত্যাকৃতির শঙ্কর মাছ দেখে সকলেরই চোখে যেন বিষ্ময়। শেষমেশ নগদ ২২ হাজার টাকায় বিকলো সেই মাছ।