Police Attack : ফের শিরোনামে চোপড়া, পুলিশের উপর ধারালো অস্ত্রের হামলা

0 17

ফের শিরোনামে উত্তর দিনাজপুরের চোপড়া। চোপড়ায় আক্রান্ত পুলিশ। (Chopra Attack on Police) চোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়ার আমতলা এলাকায়। পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম চার পুলিশকর্মী-আধিকারিক। আহতদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, চোপড়ার আমতলা এলাকায় এক দুষ্কৃতীকে পাকড়াও করতে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানেই পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, অভিযুক্তের বাড়ির কাছে তল্লাশিতে যেতেই পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কনস্টেবল এবং এক জন গাড়ির চালক গুরুতর জখম হন।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর নাম দিল মহম্মদ। তার বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ। দিল মহম্মদের বাড়িতে তল্লাশি অভিযানে যাওয়ার পরেই আচমকা পুলিশের উপরে হামলা হয়। হামলায় মহিলারাও ছিল বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় পুলিশকে। পরে পুলিশের বড় বাহিনী গিয়ে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.