Shreya Ghoshal : অরিজিৎ সিংয়ের পর আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল আরেক খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। কলকাতার সঙ্গীতানুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পী লিখেছেন আরজি কর কাণ্ডের আবহে তিনি কলকাতায় অনুষ্ঠান করার মতো পরিস্থিতিতে নেই। পাশাপাশি তিনি আরও জানান আরজিকর কাণ্জের প্রতিবাদে আন্দোলনের পাশে আছেন তিনি।
অরিজিৎ সিংয়ের পর এবার আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল শ্রেয়া ঘোষাল। কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া।
১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডেরে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অপাতত সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন শ্রেয়া। সামজিক মাধ্যমে বিবৃতিতে শ্রেয়া লিখেছেন আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনে তিনি শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে গানের অনুষ্ঠান করার অবস্থায় তিনি নেই। আরজি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন শ্রেয়া।
শুধু শ্রেয়া নন এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন অরিজিৎ সিংও। গানের কথায় বার বার ফুটে উঠেছে বিচারের দাবি। এরপরই এক্স হ্যাণ্ডেলে অরিজিৎ সিংয়ের কড়া সমালোচনা করেন কুণাল ঘোষ। এবার শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার পরও মুখ খুললেন কুণাল, তবে এবার একটু সতর্ক তিনি।
আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ হলেই সমালোচনা করছে শাসকদল। অভিযোগ বিরোধীদের।
আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনে প্রতিবাদে উত্তাল রাজ্য। একে প্রতিবাদে সামিল হচ্ছেন অরিজিৎ সিং – শ্রেয়া ঘোষালের মতো খ্যাতনামারাও।