সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ ৩

0 30

সন্দেশখালিকাণ্ডে ইডির উপর হামলার ঘটনায় তেড়েফুঁড়ে তদন্তে সিবিআই। নিজামে তলব শাহজাহান-ঘনিষ্ঠদের। গ্রেফতার তিন। অন্যদিকে, আর্থিক তছরূপের মামলায় শাহজাহানের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সন্দেশখালির বাঘ বলে পরিচিত শাহজাহানের চাপ আরও বাড়ল। ইডির দায়ের করা আর্থিক তছরূপের মামলায় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চের। এদিনের শুনানিতে ইডি সওয়াল করে শাহজাহান অত্যন্ত প্রভাবশালী তাঁকে রক্ষা করার চেষ্টা করেছিল রাজ্য সরকার। আদালতের নির্দেশের পরেও গ্রেফতার করেনি রাজ্য পুলিশ। শাহজাহানের দুর্নীতির জাল বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে, ইডির উপর হামলার মামলায় শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা-সহ তিনজনকে সোমবার রাতেই গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার তাদের আদালতে পেশের পরেই ফের কলকাতায় আনার তোড়জো়ড় শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০ দিনের জন্য সিবিআই হেফাজতেই থাকবে জিয়াউদ্দিন, দেদার বক্স মোল্লা ও ফারুক আকুনজি।

মঙ্গলবারই শাহজাহান-ঘনিষ্ঠ হাজি সিদ্দিকি মোল্লাকে তলব নিজাম প্যালেসে। বেড়মজুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা যদিও তদন্তে সহযোগিতা করবেন বলেই জানান। কিন্তু, শাহজাহানের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেও দাবি করেন পঞ্চায়েত প্রধান।

তিনি সন্দেশখালির ত্রাস। তাঁর নামে বাঘে-গরুতেও এক ঘাটে জল খেত। অবশেষে সেই শেখ শাহজাহান সিবিআইয়ের জালে। সন্দেশখালিকাণ্ডের ৫৬ দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান।

Leave A Reply

Your email address will not be published.