Sensex and Nifty: ভোটের ফলে NDAআসনের সঙ্গেই পতন সেনসেক্স এবং নিফটিতে! অতিমারির পরে একদিনে সর্বোচ্চ পড়ল সূচক
বুথ ফেরত সমীক্ষার ফলে গতকাল বাজার খুলতেই হুড়হুড় করে বেড়েছিল শেয়ারদর। কিন্তু মঙ্গলবার দেখা গেল ঠিক তার উলটো চিত্র। যত বেলা বেড়েছে তার সঙ্গেই বেড়েছে বিরোধীদের প্রাসঙ্গিকতা। আর তার প্রভাব পড়েছে সেনসেক্সে। প্রায় ৫০০০ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। পতন হয়েছে নিফটির পয়েন্টেও ।
বর্তমানে ভোটের অঙ্ক বলছে ২৯৫ আসনে এগিয়ে রয়েছে NDA জোট। এবং ২৩০ আসনে এগিয়ে রয়েছে I.N.D.I.A. জোট। একক দল হিসাবে ২৪২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এবং বিরোধীদের মধ্যে স্ব চেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, ৯৪ আসনে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন বেড়েছে ‘ইন্ডিয়া’ জোটের দাপট, তেমনি কমেছে শেয়ারদর। মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে সেনসেক্সের পতন হয়েছে ৬.৭১ শতাংশ। এর ফলে ৫,৬০২ পয়েন্ট পতনের পর সেনসেক্স দাঁড়িয়েছে ৭১,০০২ পয়েন্টে। কোভিড অতিমারির পর এক দিনে সেনসেক্সের এতটা পতন দেখেনি শেয়ারবাজার বলে দাবি বিশেষজ্ঞদের।
একই সময়ে দুপুর ১২টা ১৫ মিনিট অবধি নিফটির পতন হয়েছে ৬.৮৯ শতাংশ। অর্থাৎ, প্রায় ১,৬৩৪ পয়েন্ট। শেষ বার ২০২০ সালের মার্চে এতটা পতন হয়েছিল সেনসেক্স সূচকের। মঙ্গলবার সকাল থেকেই পতন লক্ষ করা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ সেই পতন পৌঁছায় ৪,০০০ পয়েন্টে।
সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয় ৩.০৩ শতাংশ। নিফটি সূচক কমে দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয় ৩ শতাংশ। সকাল সাড়ে ৯টায় তা দাঁড়ায় ৭৪,১০৭-এ। মঙ্গলবার কেনাবেচা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীদের প্রায় ২০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। সকাল ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয় ৫.০৭ শতাংশ।
প্রসঙ্গত, সোমবার শেয়ার বাজার উঠেছিল রেকর্ড সংখ্যক। ২,৬২১.৯৮ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩.২৯ শতাংশে পৌঁছেছিল সেনসেক্স। এবং নিফটি ৮০০ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,২২৭.৯০ তে পৌঁছেছিল। তবে ভোটের ফল বেরোনর আগে অবধি এই ওঠা নামার পূর্বাভাস বিশেষজ্ঞ্ররা দিয়েছিলেন আগেই।