জঙ্গি সন্দেহে গ্রেফতার রাজরাম অভিষেক ব্যানার্জিকে হত্যার চেষ্টা করেছিল। চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাকে এই কাজে লাগিয়েছিল গদ্দার। কাকে নিশানা মমতার? হত্যার আশঙ্কার নিরাপত্তা বাড়ল অভিষেকের। অভিষেক এমন কোন বড় নেতা নন। কটাক্ষ বিরোধীদের। ২দিন আগেই নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর ও অভিষেক ব্যানার্জির প্রাণ সংশয় হতে পারে। এরমধ্যেই অভিষেকের ওপর নজরদারির অভিযোগ করছে তৃণমূল। রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে কলকাতা পুলিশ সদ্য গ্রেফতার করা হয় মুম্বই থেকে। পুলিশের দাবি, রাজারাম অভিষেকের অফিস ও বাড়িতে রেইকি করে। তাঁর আপ্ত সহায়কের ফোন নম্বর জোগাড়ের চেষ্টা করেছিব সে। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে কলকাতায় ছিল রাজারাম। লস্কর-ই-তৈবার সঙ্গে রাজারামের যোগ আছে বলে দাবি পুলিশের।
এমন এক ব্যক্তি অভিষেকের প্রাণ সংশয়ের কারণ বলে এদিন নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বোমা মন্তব্যের সঙ্গে এই রাজারামের যোগসূত্রের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রাণ সংশয়ের আশঙ্কায় হরিশ মুখার্জি রোডে বাড়ি শান্তিনিকেতনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে নাটক নাটক খেলা খেলছেন অভিষেক-মমতা। তোপ অধীররঞ্জন চৌধুরীর। মানুষ যাদের পাশে নেই তাদের পুলিশ ভরসা। তোপ অগ্নিমিত্রা পলের।
পুলিশ সূত্রে খবর, জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া রাজারামের ৫ লিঙ্কম্যান রয়েছে কলকাতায়। তাদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। তবে রাজারামের সঙ্গে অভিষেকের প্রাণ সংশয়ের আশঙ্কার কোনও যোগ আছে কি না তা তদন্ত সাপেক্ষ। কিন্তু আপাতত অভিষেকের নিরাপত্তা ইস্যু বাংলায় ভোটের ইস্যু তা পরিষ্কার বার বার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর অভিযোগে।