R G Kar Hospital Incident : শ্যামবাজারে বিজেপির ধরনায় ধন্ধুমার, দফায় দফায় তুলকালাম

0 32

R G Kar Hospital Incident : বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। শ্যামবাজারে দফায় দফায় তুলকালাম। বিজেপির ধরনা মঞ্চ ভাঙার অভিযোগ। আটকানো হয় বিজেপির মিছিল। প্রতিবাদে রাস্তায় বসে পড়়েন সুকান্ত মজুমদাররা। তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, নিয়ে যাওয়া হয় লাল বাজারে।

শ্যামবাজারে বিজেপির বিক্ষোভে এভাবেই উত্তপ্ত রইল শ্যামবাজার। বিজেপি নেতাদের মিছিল শুরু হতেই ধরপাকড় পুলিশের। মণিন্দ্র কলেজের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হতেই আটকায় পুলিশ। রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়রা।

বিজেপি কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি। কিছুক্ষণ পর তাঁকে টেনে হিঁচরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। বিজেপি নেতাদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে।

রাজ্য বিজেপি সভাপতিকে আটক করার পর মহিলা বিজেপি কর্মীদেরও টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়।

সকাল থেকেই বিজেপির কর্মসূচি ঘিরে শ্যামবাজারে তুলকালাম। সকালে বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। টেনে-হিঁচড়ে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ফের মঞ্চ তৈরির জন্য সরঞ্জাম নিয়ে আসে বিজেপি কর্মী সমর্থকরা। ফের মঞ্চ তৈরিতে বাধা দেওযা হয় বলে অভিযোগ ।

আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও বুধবার মাঝরাতে আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আরও তীব্র আন্দোলনের ডাক রাজ্যের প্রধান বিরোধী দলের।

Leave A Reply

Your email address will not be published.