সূর্যের দিকে আরও এক ধাপ এগিয়ে আদিত্য-এল১

0 24

নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরযান আদিত্য-এল১। ইসরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাকাশযানটি তার চতুর্থ বার কক্ষপথ বদল করেছে। পঞ্চম কক্ষপথে পা রেখেছে সে। এর ফলে আদিত্য-এল১-এর গতি আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান।

পৃথিবীর ২৫৬ কিলোমিটার X ১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে চক্কর কাটছে সে এবং নির্দিষ্ট সময় অন্তর কক্ষপথ পরিবর্তনও করছে আদিত্য-এল ১। এই  কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার, অর্থাৎ কক্ষপথ বদল কৌশল। এর আগে তিনটি কক্ষপথ বদলের প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের পর গত ৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে আদিত্য এল১। গত ৫ সেপ্টেম্বর, দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করেছিল ইসরোর সৌরযান আদিত্য। এরপর ১০ সেপ্টেম্বর কক্ষপথ রাত আড়াইটে নাগাদ কক্ষপথ বদল করে।এবার ছিল চতুর্থ কক্ষপথ পরিবর্তনের পালা। বৃহস্পতিবার মাঝরাতে ২টোর সময় (১৫ সেপ্টেম্বর ভোররাত ২.১৫ মিনিটে) আদিত্য তাঁর চতুর্থ কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে।

পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে। ইসরোর তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর পৃথিবীর সবকটি কক্ষপথ চক্কর কেটে মহাকাশে সূর্যের পথ ধরে নেবে আদিত্য-এল১। যাত্রাপথে প্রচুর ছবি তুলে পাঠাবে ইসরোর গবেষণা কেন্দ্রে।

Leave A Reply

Your email address will not be published.