কলকাতা, ১২ এপ্রিল: স্কুল শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপুর্ণ নোটিস দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের প্রশাসনিক বদলি স্থগিত করা হল। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।
২৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের জন্যই এই সিদ্ধান্ত। পড়ুয়াদের অনুপাত যাতে বিঘ্নিত না হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক বদলি নিয়ে এমনিতেই ক্ষোভ তৈরি হচ্ছিল। এই বদলি নিয়ে মামলাও হয়েছে। এবার তা স্থগিত করা হল।

২৬ হাজার চাকরি বাতিলের জের, ২০২৩ সালের অর্ডার প্রত্যাহার। ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য এই বদলি চালু হয় ২০২৩-এ। শিক্ষকদের বদলি নিয়ে নতুন করে আইনি জটিলতাও চায় না রাজ্য। তাই আপাতত স্থিতাবস্থায় না ফেরা পর্যন্ত কোনও বদলি হবে না বলেই জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চাকরিহারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে হওয়া বৈঠকে চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করা হয়েছে৷ শুধু তাই নয়, চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়া হবে কি না, সে বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার৷
তবে ওএমআর-এর মিরর ইমেজ তাদের কাছে নেই বলে এসএসসি-র পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের জানানো হয়েছে৷
শুক্রবার বিকাশ ভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ এসএসসি এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ১৩ জন প্রতিনিধি৷
Comments are closed.