গরমের ছুটির পর কবে খুলবে স্কুল?

10

গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। আগামী ৩০শে এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে।
স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ,উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কে জানানো হয়েছে। অতিরিক্ত গরমের ছুটির কারণে পড়াশোনার যে বিঘ্ন ঘটবে তা পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে তা পূরণ করতে হবে বলে জানানো হয়েছে।

গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। আগামী ৩০শে এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। শুধু পড়ুয়াদেরই গরমের ছুটি থাক, এমনটা নয়। শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই সময়ে ছুটিতে থাকবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ছুটি সংক্রান্ত এই সিদ্ধান্তই লাগু থাকবে।

স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করতে যে সমস্যা হবে, সেটাও কী ভাবে মিটিয়ে নেওয়া যাবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কোনও লিখিত ঘোষণা না-হলেও সরকারি সিদ্ধান্ত মেনে গরমের ছুটি এ বছর ১১ দিন থাকার কথা ছিল সরকারি স্কুলগুলিতে। ১২ মে থেকে সেই ছুটি শুরু হওয়ার কথা ছিল। 

Comments are closed.