Sandeshkhali Case : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি

0 17

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তই চলবে। একজনকে বাঁচাতে কেন শীর্ষ আদালতে রাজ্য? মামলার কোনও তাৎপর্যই নেই। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সুপ্রিম শুনানিতে মেগা ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্ত নিয়ে মামলায় হাই কোর্টের রায়ে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাস পর্যন্ত এই মামলা মুলতুবি।

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও একজন ব্যক্তিকে বাঁচাতে কেন শীর্ষ আদালতে রাজ্য? শীর্ষ আদালতে মামলা চলছে। এই যুক্তি দেখিয়ে হাইকোর্টে সুবিধা চাইতে পারবে না রাজ্য। যতদিন না পরবর্তী শুনানি হচ্ছে, ততদিন সিবিআই তদন্তই চলবে। জুলাই মাসের আগে শুনানি নয়।

সন্দেশখালি মামলার শুনানি নিয়ে শুরু রাজনীতিও। সন্দেশখালিতে জমিদখল ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শুনানিতে বলেছিলেন, সন্দেশখালিতে একটিও নির্যাতনের ঘটনা ঘটলে তা লজ্জার। নির্দেশ এসেছিল সিবিআই তদন্তের। সেই নির্দেশে কোনও বদল আনল না শীর্ষ আদালতও। মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

Leave A Reply

Your email address will not be published.