CBSE 10th Result ‘Topper’ Sabyasachi: ছবি আকাঁ থেকে রবীন্দ্রসংগীত, সত্যিই যেন ‘সব্যসাচী’ ৫০০ তে ৫০০ পাওয়া বঙ্গসন্তান

0 67

‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে’রবীন্দ্রনাথের এই গানই গুনগুন করতে শোনা গেল CBSE-তে দেশে প্রথম বাংলার ছেলে সব্যসাচী লস্করের গলায়। লেখাপড়া তো আছেই, সেই সঙ্গে দুর্দান্ত ছবি আঁকা এবং আসাধারণ রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতিতে ভরপুর তার প্রতিভাভান্ডার। সে আর কেও নয় দক্ষিণ ২৪ পরগনার সব্যসাচী লস্কর। সদ্যই সে উত্তীর্ণ হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির পরীক্ষায়। আজ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তার নাম । কারণ ১০০ শতাংশ নম্বর পেয়ে সাড়া ফেলেছে সব্যসাচী।

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির পরীক্ষায় পেল ১০০ শতাংশ নম্বর । বাংলা থেকে ইংরাজি, অঙ্ক থেকে বিজ্ঞান প্রত্যেকটি বিষয়েই তার সমান দখল। বাংলার এই ছেলে নাম কেন্দ্রীয় বোর্ডের কোনও মেধাতালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না পেলেও দেশজুড়ে প্রথম
সেই, তা আর বলার অবকাশ রাখে না। সম্প্রতি অতীতে CBSE দশম শ্রেণীর পরীক্ষায় আর কেউ ৫০০তে ৫০০নম্বর পেয়েছেন বলে মনে করতে পারেননি তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

বরাবরই খুটিয়ে বই পড়া তার অভ্যাস এবং এই অভ্যাসেই তাকে পৌঁছে দিয়েছে এমন একটি জায়গায়।
বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র পড়াশোনাকে নিত্যদিনের কাজ বলেই ভেবে নিয়েছে। তাই পরীক্ষার আগে বইয়ের পাতা উলটে দেখার দরকার হয়নি কখনো। তার বিশ্বাস ছিল রোজের নিয়মিত পড়াশোনাই তাকে একটি ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। আজ তার পরিণাম সবার চোখের সামনে জ্বলজ্বল করছে। কাজের প্রতি স্বচ্ছ ধারনা,সময়কে গুরুত্ব দেওয়া,এবং নিয়মিত অধ্যাবসায় তাকে পৌঁছে দিয়েছে এই আকাশছোঁয়া সাফল্যে।

সব্যসাচী জানিয়েছেন শুধু অঙ্ক ও বিজ্ঞানের জন্যই তার গৃহ শিক্ষক ছিল। বাকি অন্য সব বিষয় নিজের চেষ্টাতেই এগিয়ে গিয়েছে। বাড়িতে নিয়মিত পড়াশোনাই তাকে সাহায্য করেছে।ভালো রেজ্যাল্ট হবে বলে তার আশা ছিল তবে একশো শতাংশ নম্বর হবে এতটাও সে আশা করেনি। বড় হয়ে ভবিষৎতে অধ্যাপক হতে চায়।

লেখাপড়া বাদে ছবি আকাঁতেও তাঁর সমান দখল। সব্যসাচীর কথায় ছবি আকাঁর গৃহশিক্ষক তাঁকে সর্বদাই অনুপ্রেরনা জুগিয়েছে। পরিবারের সঙ্গে গৃহশিক্ষকের এই অনুপ্রেরনাও তাকে এমন একটি স্থান দখল করতে সাহস জুগিয়েছে। তাই আজ ছবির মতই নিখুঁত সব্যসাচীর সেকেন্ডারি এডুকেশনের ফল। তাঁর আগামীও এমনই নিখুঁত ও সচ্ছ হোক, NKTV বাংলার পক্ষ থেকে আমাদের শুভকামনা রইল।

Leave A Reply

Your email address will not be published.