RG Kar Medical College Hospital : আর জি কর হাসপাতালে হাড়হিম করা হত্যাকাণ্ড, ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু

0 59

ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। কলকাতার নামকরা সরকারি মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। আরজি কর মেডিক্যাল কলেজে(RG Kar Medical College Hospital) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন পি জি চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী । তাঁর দেহ উদ্ধার হয় সেমিনার হল থেকে। তদন্তে ১১ সদস্যের কমিটি গড়েছে আরজি কর হাসাপাতাল। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

আর জি কর হাসপাতালে হাড়হিম করা হত্যাকাণ্ড। চার তলার সেমিনার হল থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের দেহ। বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল মৃত ডাক্তারের। মৃত পি জি চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী । মৃত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে পুলিশ।

উত্তর কলকাতার অন্যতম মেডিক্যাল কলেজ আরজি করে কর্তব্যরত অবস্থায় কীভাবে চিকিৎসকের মৃত্যু হল? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব ডাক্তারি পড়ুয়াদের সংগঠন।

ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। বন্ধ করলেন হাসপাতালের সব বিভাগের কাজ। শুধুমাত্র চালু জরুরি বিভাগ।

ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে প্রশাসনকে তোপ মানস গুমটার। নজিরবিহীন ভয়ঙ্কর ঘটনা । গোটা বাংলা দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে । ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে । তোপ চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার ।

মহিলা ডাক্তারের মৃত্যুর তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ । কমিটির চেয়ারপার্সন ডিন অফ স্টুডেন্ট বুলবুল মুখোপাধ্যায়। কমিটিতে রয়েছে ২ জন ইন্টার্ন ও ৪ জন পিজিটি পড়ুয়া। ইতিমধ্যেই নাইট ডিউটিতে যারা ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। আরজি করের এমএসভিপি জানিয়েছেন মহিলা চিকিৎসকের মৃত্যুর বিচার বিভাগিয় তদন্তকরা হবে।

শুক্রবার দুপুরে হাসপাতালে যায় পুলিশ ও ফরেনসিক আধিকারিকরা। হাসপাতালে পরিদর্শনে যান কলকাতার নগরপালও বিনীত গোয়েলও। তিনি জানিয়েছেন প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে পুলিশ।

কারা নাইট ডিউটিতে ছিলেন? কী হয়েছিল রাতে? বিস্তারিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর।

Leave A Reply

Your email address will not be published.