প্রয়াত রেজ্জাক মোল্লা

16

প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত অসুস্থতার কারণে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ না ফেরার দেশে পাড়ি দিলেন ভাঙ্গড়ের প্রাক্তন বিধায়ক রেজ্জাক মোল্লা। এক সময় সিপিআইএমের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তিনি। তারপর দলবদল করে আসেন তৃণমূল কংগ্রেসে এবং বিধায়ক হন ভাঙ্গর থেকে। তৃণমূলেরও মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন রেজ্জাক মোল্লা।

১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন রেজ্জাক মোল্লা। ১৯৭৭ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে মন্ত্রী হিসাবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন।

২০১৪ সালে দলবিরোধী কথা বলার কারণে তাঁকে বহিষ্কার করে সিপিএম। এরপর ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় ভোটে জয়ীও হন রেজ্জাক মোল্লা। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি।

তবে ২০২১ সালের নির্বাচনে বয়সজনিত কারণে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল। দলের সঙ্গে কিছুটা দূরত্বও তৈরি হয় তখন থেকেই। শরীরের অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে সরে আসেন। ছিলেন কার্যত গৃহবন্দি। যদিও সক্রিয় রাজনীতিতে তাঁকে আর দেখা না গেলেও, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁর মন্তব্য মাঝেমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারি অফিসগুলিতে আজ অর্ধ দিবস (দুপুর ২টোয়) ছুটি ঘোষণা করা হয়েছে।

Comments are closed.