শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। সমুদ্রে রেমালের নিজস্ব গতিবেগ ১০৫ কিলোমিটার। মধ্যরাতে বাংলাদেশের মংলায় ল্যান্ডফলের সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে রেমালের অবস্থান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান রেমালের। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান। দিঘা থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান। ক্যানিং থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান। ল্যান্ডফলের আগেই রক্তচক্ষু দেখাচ্ছে রেমাল। উত্তাল হচ্ছে সমুদ্র, আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। পর্যটক থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে লাগাতার মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। রেমালের জেরে দুর্যোগের মেঘ দক্ষিণবঙ্গের আকাশে। সকাল থেকেই বৃষ্টি শুরু। দুই ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় লাল সতর্কতা জারি। রেমাল মোকাবিলায় তৈরি প্রশাসন। নবান্ন থেকে ২৪ ঘণ্টা মনিটারিং। জেলায় জেলায় খোলা হল কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬-১০৪২৮ এবং ৯৪৩২৬-১০৪২৯। দক্ষিণবঙ্গে মোতায়েন করা হল এনডিআরএফের ১২টি দল।
দুর্যোগের জেরে বাতিল একাধিক ট্রেন-
আজ লক্ষীকান্তপুর-নামখানা শাখায় বাতিল ২টি ট্রেন
আজ শিয়ালদহ-লক্ষীকান্তপুর শাখায় বাতিল ২টি ট্রেন
আজ শিয়ালদহ-বজবজ শাখায় বাতিল ২টি ট্রেন
আজ শিয়ালদহ-ক্যানিং শাখায় বাতিল ২টি ট্রেন
আজ শিয়ালদহ-ডায়মণ্ডহারবার শাখায় বাতিল ২টি ট্রেন
হাওড়া ও শিয়ালদহ শাখায় চলবে না ৪১টি লোকাল
২৭ মে লক্ষীকান্তপুর-নামখানা শাখায় বাতিল ৩টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-লক্ষীকান্তপুর শাখায় বাতিল ৪টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-ডায়মণ্ডহারবার শাখায় বাতিল ৪টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-ক্যানিং শাখায় বাতিল ৪টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-সোনারপুর শাখায় বাতিল ২টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-বজবজ শাখায় বাতিল ৪টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-বারুইপুর শাখায় বাতিল ৪টি ট্রেন
২৭ মে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ বাতিল ৬টি ট্রেন
২৭ মে পর্যন্ত বন্ধ করা হল ফেরি সার্ভিসও। রেমালের জেরে বন্ধ করা হল দমদম বিমানবন্দর। দুপুর ১২ টার পর থেকে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ। সোমবার সকাল ৯টার পর ফের শুরু হবে বিমান চলাচল।