দুর্যোগের জেরে ছয় জেলায় জারি লাল সতর্কতা

0 28

ধেয়ে আসছে রেমাল। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর দেড়টা। সাগরদ্বীপ থেকে রেমাল তখনও ২১০ কিলোমিটার দূরে। কিন্তু আগন্তুকের পূর্বাভাসের তার আগের থেকে আকাশের মুখ ভার জেলায়, জেলায়। সময় যত এগিয়েছে বেড়েছে ঝড়, বৃষ্টির পরিমান। উত্তাল হয়েছে সমুদ্র। ফুঁসেছে নদী। গভীর রাতের অপেক্ষায় সজাগ প্রশাসন, এনডিআরএফ, উপকুলবর্তী এলাকার অসংখ্য মানুষ। ফের কি হয়, কি হয়।

রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। ভারি প্রভাব পড়বে সুন্দরবন ও সংলগ্ন এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইমতো রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ পাখিরালয়, গদখালি, পাথরপ্রতিমা, নামখানা, হিঙ্গলগঞ্জে ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলেছে বৃষ্টি, উত্তাল হয়েছে নদী।

বসিরহাট মহকুমার হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এর বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় চলেছে এনডিআরএফের মাইকিং। সকাল থেকে এলাকার বেশি কিছু জায়গায় চলেছে হালকা ঝিরঝির বৃষ্টি। দুপুর থেকেই সবচেয়ে খারাপ আবহাওয়ার কবলে হিঙ্গলগঞ্জ। তীব্র ঝড়, বৃষ্টির দাপটে এলাকার বিভিন্ন অঞ্চল। রেমালের লাল সতর্কতায় পূর্ব মেদিনীপুর। জেলার হলদিয়া, সুতাহাটায় সকাল থেকেই সজাগ প্রশাসন।

রেমালের প্রভাব থেকে বাদ যাবে না হুগলিও। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এর প্রভাবে হুগলি জেলা জুড়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হওয়ার পাশাপাশি চলবে বৃষ্টিপাত। রবিবার সকাল থেকেই চুঁচুড়া সমেত সমস্ত জেটিতে ভেসেলগুলিকে মোটা রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা।

“রেমাল” ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে উত্তর 24 পরগনা হাওড়া হুগলির গঙ্গা তীরবর্তী সমস্ত জেটিঘাট বন্ধ করলো রাজ্য প্রশাসন

বসিরহাটের হিঙ্গলগঞ্জে দুই সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। তারা আটকে পড়েছিলেন ঝড়ের মধ্যে হিঙ্গলগঞ্জের লেবুখালী ফেরিঘাটে। পরে সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন। ঘুর্ণিঝর রেমাল এর মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে নবদ্বীপ পুরসভা ও জেলা প্রশাসন। শহর জুড়ে চালানো হয়েছে সতর্কতামূলক প্রচার। বন্ধ করা হয়েছে নবদ্বীপ, মায়াপুর থেকে সকল ফেরি চলাচল।

রেমালের প্রভাবে নদীয়ার ভাগীরথীর তীরবর্তী এলাকায় রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়া। জলস্রোত বৃদ্ধি পেয়েছে ভাগীরথীতে। রীতিমতো আশঙ্কায় ভাগীরথীর তীরবর্তী এলাকার মানুষেরা। নদীয়ার কল্যানী ব্লকের সান্যাল চর এলাকাতেও একই অবস্থা। বেড়েছে রায়দিঘির জলস্তর। বন্ধ হয়েছে ফেরি সার্ভিসও।

প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকেই বৃষ্টি চলেছে ক্যানিং-এ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে গোসাবা খেয়া চলাচল। নদীর জল যেভাবে বেড়েছে যে কোনও সময় ভাঙতে পারে বাঁধ, তাই প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হয়েছে দেউলবাড়ির কাঁচা বাঁধে।

সকাল থেকেই সাগর নামখানা বকখালি বিভিন্ন জায়গার দুর্যোগের কালো মেঘ। বন্ধ রাখা হয়েছে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনে কুলতলী, কৈখালীতে রবিবার দুপুর থেকই শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। পূর্ণিমার ভরা কোটালের ফলে বেড়েছে নদী জলস্তর।

Leave A Reply

Your email address will not be published.