Ratan Tata Will : রতন টাটার উইল অনুযায়ী কারা পেলেন সম্পত্তি? ১০ হাজার কোটি টাকার সম্পত্তির অংশীদার কে?
Ratan Tata Will : রতন টাটার উইল অনুযায়ী কারা পেলেন সম্পত্তি? নিশ্চয়ই পরিবারের সদস্যরা! তাহলে ভুল ভাবছেন! রতন টাটার উইলে আছে শুধু মানুষ না পোষ্যও।
টিটোও এখন রতন টাটার সম্পত্তির অংশীদার। আমৃত্যু টিটোর পরিচর্যা ও শুশ্রুষার জন্য উইল করে দিয়ে গেছেন রতন টাটা। টিটো কে জানেন? রতন টাটার পোষ্য একটি জার্মান শেফার্ড প্রজাতির সারমেয় (কুকুর)। মৃত্যুর আগে নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে গিয়েছেন তাঁর দীর্ঘ সময়ের রাঁধুনি রাজন সাউয়ের নামে। তিন দশক ধরে তাঁর পরিচারক ছিলেন সুব্বিয়া। তাঁর নামও উইলে লিখে গিয়েছেন রতন টাটা। অনেকেরই নজর ছিল, রতন টাটার অবর্তমানে তার ব্যক্তিগত সম্পত্তির বিপুল সম্পত্তির মালিক কে হবেন?
অবশেষে সেই তথ্য সামনে আসতেই চক্ষু চড়কগাছ….
শিল্পপতি রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকা
প্রয়াত শিল্পপতির উইল থেকে বাদ পড়েনি ছায়াসঙ্গী, প্রিয় বন্ধু শান্তনু নাইডুও
ভাই জিমি টাটা ও দুই সৎ বোন শিরিন ও ডিয়ানার জন্যও সম্পত্তি রেখে গেছেন
বাকি সম্পত্তির একটা অংশ তিনি টাটা ফাউন্ডেশনের নামে করে গিয়েছেন
গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হন রতন টাটা। ভারতের শিল্প জগতে কার্যত নক্ষত্র পতন বলে মনে করেন অনেকে। রতন টাকা মানে শুধু শিল্প নয়, এক অসাধারণ মনের অধিকারী ও জনহিতৈষী ছিলেন। দেশবাসী মনের মণিকোঠায় বসিয়েছিলেন রতন টাকাকে। আর উইল সামনে আসায় অনেকে বলছেন, এই জন্যই তিনি রতন টাটা। এবার জেনে নেওয়া যাক কী কী আছে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তিতে?
মুম্বইয়ের জুহুতে দোতলা একটি বাড়ি ও আলিবাগে ২০০০ স্কোয়ারফুটের বাংলো
ব্যাঙ্কে ৩৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট
১৬৫ বিলিয়ন ডলারের টাটা গ্রুপে ০.৮৩ শতাংশ অংশীদারিত্বও রতন টাটার
টাটা সন্সের অংশীদারিত্ব যাবে টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে ও টাটা গ্রুপের শেয়ার যাবে টাটা ট্রাস্টের হাতে
রতন টাটার ২০-৩০টি লাক্সারি ও বিদেশি গাড়ি আছে
তাঁর ব্যক্তিগত রাঁধুনি ও পরিচালকদের কখনও সাধারণ জীবনযাপন করতে দিতেন না রতন টাটা। ৩০ বছরের সম্পর্ক তারা রতন টাটার বিদেশে সফর সঙ্গীও হতেন। এমনকি তাদের পোষাক থেকে পরিচর্যা সবটাই দেখতেন রতন টাটা নিজেই। বাকি রইল রতন টাটার সারমেয়ো টিটো, তার শুশ্রষার জন্য মুম্বাইয়ের মহালক্ষ্মীতে একটি প্রাণী হাসপাতালই খুলে ফেলেছিলেন। তাতে ছিল আইসিইউ, এইচডিইউ, সিটি স্ক্যান, এক্স-রে ও এমআরআইও। রতন টাটার মৃত্যুর পর সামনে আসা উইলের বর্ণনায় আপনিও নিশ্চয়ই আরও একবার শ্রদ্ধায় স্মরণ করলেন রতন টাটাকে?