হাতে আর এক সপ্তাহও সময় নেই। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দিরে পৌছে গেছে রামলালার মূর্তি।
লক্ষীবার অর্থাৎ বৃহস্পতিবার কাকভোরে রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হল রামলালাকে। আজ ভোরেই অতি সাবধানতার সঙ্গে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের রামলালার মূর্তিটি মন্দিরের গর্ভগৃহে আনা হল। মূতি গর্ভগৃহে আনার আগে একটি বিশেষ পুজো করা হয়। জয় শ্রী রাম ধ্বনির মধ্যে ক্রেনের সাহায্যে মূর্তিটি আনা হয় গর্ভগৃহে।
আগামী সোমবার অযোধ্যার রামমন্দিরে ‘রামলালা’ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। সর্বসম্মতিক্রমে নির্বাচিত কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি মূর্তি গর্ভগৃহে নিয়ে আসা হল। তার আগে বুধবার সন্ধ্যায় একটি শোভাযাত্রা করে মূর্তিটিকে মন্দিরের মূল ফটক পর্যন্ত নিয়ে আসা হয়। গর্ভগৃহে ‘রামলালা’ প্রবেশ করার আগে সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।
গর্ভগৃহে রামলালার প্রবেশে আগে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোর। রামমন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে গর্ভগৃহের মূল বেদীতে বসানো হবে রামলালার মূর্তিটিকে। রামলালার মূর্তি রক্ষায় মোতায়েন করা হয়েছে এটিএস কমান্ডোদের। এছাড়া ২০০ জন পিএসি কর্মীও মোতায়েন করা হয়েছে। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্টার জন্য প্রয়োজনীয় নূন্যতম প্রয়োজনীয় আচারগুলি ১২১ জন আচার্যের নজরদারিতে পরিচালিত হবে।